বিজিবি’র অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ও বিয়ানীবাজারের সংযোগস্থল সোনাই নদীর ব্রিজের নিচ থেকে ২৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা সাড়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকারের ২৩৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে। পরে মাদকগুলো জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নয়াগ্রাম বিওপির’র টহল কমান্ডার নায়েক সুবেদার মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনাই নদীর (আতুয়া-নয়াগ্রাম) ব্রিজের নিচে থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৩৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় মদগুলোর সিজার মূল্য ৩ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি ২৩৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন