বড়লেখা প্রতিনিধি॥ পরিবহণ শ্রমিকদের ডাকা ধর্মঘটে রোববার অনেকটা অচল হয়ে পড়ে বড়লেখার সরকারী বেসরকারী অফিস-আদালত, ব্যাংক বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান। কুলাউড়া-চান্দগ্রাম অঞ্চলিক মহাসড়কের অন্তত ১০ স্পটে পরিবহণ শ্রমিকরা ভোরবেলা থেকে অবস্থান নিয়ে গাড়ির টায়ার পুড়িয়ে ব্যারিকেট দেয়ায় কোন ধরণের যানবাহণ চলাচল করেত পারেনি। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা/বাড়ি থেকে বেরিয়ে চরম বেকায় পড়েন সরকারী ও বেসরকারী চাকুরীজীবিরা। ২৮ অক্টোবর রোববার দুপুর পর্যন্ত অনেক অফিস ফাঁকা থাকতে দেখা গেছে।
বড়লেখা অফিস আদালত ফাঁকা
শেয়ার করুন