কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে “উপজেলা পরিষদ, কমলগঞ্জ কর্তৃক প্রদত্ত টিফিন বক্স ও ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষা উপকরণ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়। ২৮ অক্টোবর রোববার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে তয় ও ৪র্থ শ্রেণির ৯০ জন শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স ও এলজিএসপির আওতায় ৪৯ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও বিদ্যালয়ের জন্য ৪টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ:দা:) পারভীন জাহানের সভাপতিত্বে ও স্থানীয় যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো: আসিক মিয়া, সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।