৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘট প্রথম দিনেই অচল জুড়ী উপজেলা

জুড়ী প্রতিনিধি॥ সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধন ও ৮ দফা দাবি আদায়ে সারাদেশব্যপী ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে ২৮ অক্টোবর  রবিবার সকাল থেকে।

সারাদেশের মতো মৌলভীবাজারের জুড়ীতে চলছে পরিবহণ ধর্মঘট। পরিবহণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলা।

ধর্মঘটের ফলে অফিসগামী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজিবী সহ সাধারণ মানুষ পড়েছেন চরম দূর্ভোগে।

জুড়ী উপজেলায় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে প্রতিদিন যানজট লেগেই থাকত। আর ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ফলে জুড়ী শহরে কোন ধরণের গাড়ি চলতে দেখা যায়নি।

কোথাও কোন ধরণের যানবাহন না চলায়। জুড়ী শহরের জনসাধারণ প্রয়োজনীয় কাজে হেঁটে হেঁটে চলাফেরা করছেন। এদিকে এখন পর্যন্ত জুড়ীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা শুনা যায়নি

শেয়ার করুন