কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামছুদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, সদস্য সৈয়দা জেরিন আক্তার, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউা ইউনিটের সভাপতি ও দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা, হাজী আব্দুল করিম, রফিকুল ইসলাম মামুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুহিব আলী। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের মোঃ আব্দুল মানিক ও সেলিম আহমদ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, কাতার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্ঠা মোশাহিদ আলী আলফু প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার প্রায় ৩শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপ, সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপ, সিলেট স্টুডেন্টস এসোসিয়েশন কুলাউড়া, স্যোসাল কেয়ার অব নেশন ও প¬াটুন টুয়েল্ভকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।