শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দুই দিনের টানা পরিবহন ধর্মঘটে অচল শ্রীমঙ্গল। স্থবিরতা নেমেছে জনজীবনে। সড়ক পরিবহন আইন বাতিল ও ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন আজ সোমবার ঘর থেকে বের হয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
সোমবার ২৯ অক্টোবর সকাল থেকে ঢাকা-সিলেট সড়কসহ বিভিন্ন সড়ক দিয়ে কোন ধরণের গণপরিবহন চলছে না। এতে ঘর থেকে বের হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ী, অফিস, স্কুল-কলেজ ও শহরগামী মানুষ।
উপজেলার কয়েকটি গ্রামের পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানুষদের দীর্ঘক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যের পথে ছুটেছেন।
মো. ফারুক আহমেদ নামে এক ব্যবসায়ী জানান, যানবাহন না চলার কারণে অন্যান্য দিনের মতো ব্যবসা বাণিজ্য হচ্ছে না।
সরেজমিনে শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা যায় অন্যান্য দিনের মতো সড়কে যানবাহন নেই, লোকজন নেই বললেই চলে। অন্যদিকে ব্যবসায়ীরা দোকান সাজিয়েই কেবল বসে আছেন ক্রেতাদের সংখ্যাও তেমন লক্ষ্য করা যায় নি।
এদিকে, গণপরিবহনের ধর্মঘট থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে ঢাকা ও সিলেটগামী মানুষের ভীড় দেখা যায়।