স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ অক্টোবর দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসন মৌলভীবাজার ও ইলেকট্রিক সাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক সিসিএ এর কার্যালয়ের আয়োজনে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক কর্মশালায় মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আনোয়ারুল হাবিব উপ-নিয়ন্ত্রক (উপসচিব) সিসিএ কার্যালয়, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাতির আহমদ, দি ফ্লাউয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম।
কর্মশালায় বক্তারা ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক দিকগোলো তুলে ধরেন এবং তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,হোয়াটসঅ্যাপ,ইমো ব্যবহার করার ক্ষেত্রে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কর্মশালায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মোট ২০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তার মধ্য হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, দু-বেলা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ১২ জন শিক্ষার্থী।