:বিশেষ প্রতিনিধি”
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্বৃতিক ও লোকজ মেলার উৎসবে সামিল হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
৩০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য, জনপ্রিয়তা ও গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার লক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। দিনভর উৎসবের মধ্যে রয়েছে র্যালি,সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও শিক্ষার্থীদের জন্য প্রতিযোগীতামূলক নানা অনুষ্ঠান।
উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম র্যালির নেতৃত্ব দেন।
মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.জয়নাল আবেদীন টিটু, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় র্যালিতে অংশ গ্রহন করেন।
পরে উপজেলা অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কর্মকান্ডের টিভিসি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবহমান বাংলার বাহারি পিঠা নিয়ে পিঠা উৎসব বাংলার ঐতিহ্যবাহী পণ্যের আকর্ষণীয় লোকজ মেলা আয়োজন রয়েছে।
এসময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় সদর উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়েছে। স্টলগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরা হয়েছে।
অপরদিকে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা প্রশাসন ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহমুদুল হক নেতৃত্বে র্যালীতে অংশ নেন সাবেক চীফ হুইপ ও সংসদীয় প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমদ,ওসি মো.আরিফুর রহমান, প্রেসক্লাব সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান প্রমুখ।