ষষ্ঠ চা নিলামে  ৭০ কোটি ২০ লাখ টাকার চা বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে  ষষ্ঠ নিলাম  সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো. সেলিম রেজা  এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে নিলাম ডাক চলে সন্ধ্যা পর্যন্ত।
নিলামে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বাগানগুলোর ২৩ লাখ ৭১ হাজার ৬০০ কেজি চা তোলা হয়। এর মধ্যে ৩ হাজার ৫০৬ লটে ১৯ লাখ ২৮ হাজার ৩০০ কেজি ছিল লিফ চা এবং ৮০৬ লটে ৪ লাখ ৪৩ হাজার ৩০০ কেজি ছিল ডাস্ট চা।
নিলামটি যৌথভাবে পরিচালনা করে শ্রীমঙ্গলের টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেড এবং চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

জালালাবাদ ব্রোকার্স লিমিটেড, ইউনিটি ব্রোকার্স, প্রগ্রেসিভ ব্রোকার্স, ন্যাশনাল ব্রোকার্স, কে এস ব্রোকার্স, পূর্ববাংলা ব্রোকার্স, প্রডিউস ব্রোকার্স এবং প্ল্যান্টার্স ব্রোকার্সের প্রতিনিধিরা এই নিলামে অংশ নেন।

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের সদস্য কাউছার ইকবাল জানান, নিলামে দেশের বিভিন্ন চা বাগানের ২৩ লাখ ৭১ হাজার ৬০০ কেজি চা বিক্রির জন্য তোলা হয়। নিলামে প্রতিকেজি চায়ের গড় মূল্য ছিল ২৯৬ টাকা। সব মিলিয়ে ৭০ কোটি ২০ লাখ টাকার চা ষষ্ঠ নিলামে বিক্রি হয়েছে।

শেয়ার করুন