শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক-সমাজকর্মী-শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ’র ৫০তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। ২৯ অক্টোবর সোমবার রাতে ক্লাব মিলনায়তনে জন্মদিনের কেক কাটা এবং ক্লাবের কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন সম্পাদিত স্মারক ‘৫০-এ পা’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সম্পাদক এম. ইদ্রিস আলী।
ক্লাবের সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) বাংলাদেশ বেতার প্রতিনিধি মামুন আহম্মেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক সাপ্তাহিক শ্রীমঙ্গলেরচিঠি সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ আমীরুজ্জামান, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের ডিভিশনাল সিনিয়র করেসপডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ প্রতিনিধি এহসান বিন মুজাহির, দৈনিক করতোয়া প্রতিনিধি মো. আব্দুস শুকুর, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি সুমন মিয়া প্রমুখ।