স্টাফ রিপোর্টর॥ জেলা তথ্য অফিস, মৌলভীবাজারের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের ব্র্যান্ডিং,বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন এবং মাদক , সন্ত্রাস,ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগনকে সম্পৃক্তকরণের লক্ষ্যে লংলা আধুনিক ডিগ্রী কলেজ মিলনায়তন “ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন” অনষ্ঠিত হয়।
আশেকুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুলাউড়া,মৌলভীবাজার এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.স.ম কামরুল হাসান,চেয়ারম্যান, উপজেলা পরিষদ,কুলাউড়া, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান,অধ্যক্ষ,লংলা আধুনিক ডিগ্রী কলেজ,কুলাউড়া, মৌলভীবাজার।