স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৩০ অক্টোবর অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নোংরা পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখাসহ বিভিন্ন অপরাধে দত্ত স্টোরকে ৫ শত টাকা, খসরু এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা, ইশমত হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি লাইসেন্স বিহীন এবং অনিরাপদ ভাবে গ্যাস সিলিন্ডার রাখা প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্স।