সদর উপজেলায় সাংস্কৃতিক উৎসব ২০১৮ পালিত

স্টাফ রিপোর্টার॥ সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কেকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার ৩০ অক্টোবর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে  সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ফাতেমা তুজ জোহরা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: জাকির হোসেন সহ প্রমুখ। দিন ব্যাপী মেলায় ৯ টি স্টল অংশগ্রহন করে।

শেয়ার করুন