স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এর নেতৃত্বে ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির (একাংশ,মিজান গ্রুপ) আয়োজনে বিক্ষোভ মিছিলটি সমশেরনগর সড়ক থেকে শুরু হয়ে চাঁদনীঘাট সেতু সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে জেলা বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা তাঁতীদলের আহবায়ক ও জেলা বিএনপি নেতা আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, আমিরুল ইসলাম সাহেদ, মুনাহিম কবির মেম্বার, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া,
সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। এছাড়াও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দেয়ার আহবান জানান সরকারের নিকট। দেশ নেত্রীকে মুক্তি না দিলে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে দেশ নেত্রীকে মুক্ত করা হবে বলে বলে হুশিয়ারী দেন তারা।
এদিকে বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় প্রহসনের রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর নেতৃত্বে সোমবার বিকেলে পৃথক এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ইউনিক হসপিটাল থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও পথ সভায় জেলা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ও তারুণ্যের অহংকার তারেক রহমানসহ সারা দেশে সরকারের নির্দেশে গায়েবী মামলায় আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি করেন। তারা হুশিঁয়ারী দিয়ে বলেন অন্যতায় এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের ছাত্রসমাজ জেগে উঠবে। তখন দেশ থেকে পলায়নেরও পথ খুঁজে পাবেন না।