উপজেলা প্রশাসনের সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন র‌্যালী

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে উন্নয়ন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুলাউড়া স্বাধীনতা সৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে কুলাউড়া স্বাধীনতা সৌধ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউসুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সহকারী কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নুরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মানিক ও সেলিম আহমদ, সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির প্রমুখ।

শেয়ার করুন