শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার ৩১ অক্টোবর সকাল ১১টায় ৮৮লক্ষ ৭৩ হাজার ১৮৫ টাকা ব্যায়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জাহিদুর ইসলাম,
১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল, বিআরডিবি’র চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।