যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বর্ধিত কর্মী সভা ৩০ অক্টোবর  মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

 পতনঊষার ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ, আব্দুল মালিক বাবুল, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, সাংগঠনিক সম্পাদক নারায়ণ মল্লিক সাগর, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান, নিয়াজ মুর্শেদ রাজু, জহিরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পিপলু আহমদ, সাধারণ সম্পাদক লায়েক খান প্রমুখ। সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানানো হয়। সবশেষে নৌকা মার্কার পক্ষে এক বিরাট র‌্যালী বের হয়।

শেয়ার করুন