প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের দিনব্যাপী ৮টি উন্নয়ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন করলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় তিনি উন্নয়নের ধারা আব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
বুধবার ৩১ অক্টোবর সকাল ১১টায় দিনব্যাপী উন্নয়ন কাজের অংশ হিসাবে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদালয়ের উন্নয়ন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মিড-ডে-মিল ও টিফিন বক্স বিতরণ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমলগঞ্জ এর বাস্তবায়নে ৮৮ লক্ষ ৭৩ হাজার ১৮৫ টাকা ব্যায়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুর ১ টায় মুন্সীবাজার ইউনিয়নের ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর অর্থায়নে ৮৮ লক্ষ ৩২ হাজার টাকা ব্যায়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর অর্থায়নে ১ কোটি ২৪ হাজার টাকা ব্যায়ে ২তলা ফাউন্ডেশন বিশিষ্ট মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণে কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকাল ৩টায় ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে অভয়বচন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ও চাহিদাভিত্তিক নতুন জাতীয় করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ৬৩ লক্ষ ৫৬ হাজার ৮৯৬ টাকা ব্যায়ে বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অন্যদিকে বিকালে চৈত্রঘাট-জগন্নাথপুর পাকা রাস্তার শুভ উদ্বোধন করেন। এছাড়াও কালাছাড়া হালিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সন্ধ্যায় কালাছড়া, জসমতপুর, সিদ্ধেশ্বরপুর (আশিংক), ধর্মপুর (আশিংক) গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। ৩০ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৫৭ লক্ষ টাকা ব্যায়ে সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ (এমপি) একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শিক্ষা প্রকৌশলী আরিফুল ইসলাম খান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলার বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলার প্রকৌশলী মো. জাহিদুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি মোস্তাক আহমেদ খোকন, সাধারন সম্পাদক দীপক কান্তি রায়, শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করার আহবান জানান।