খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ও পর্যালোচনা, ১ ডিসেম্বর নিসচার ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ ও উদযাপন কমিটি গঠন, দেশব্যাপী নিসচার শাখা সংগঠনের অংশগ্রহণে কেন্দ্রীয়ভাবে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সভা পরিচালনা করেন মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল।
আলোচনায় অংশ নেন ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন ও রফিকুজ্জামান, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, বেলায়েত হোসেন খান নান্টু, গনি মিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, আবদুর রহমান, এ কে আজাদ ও তৌফিক আহসান টিটু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, নির্বাহী সদস্য আলাল উদ্দিন, গোলাম হাসনাইন কোয়েল, এম জামাল হোসেন মন্ডল, নাহিদ মিয়া প্রমুখ।
সভায় নিসচার ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব পালনের লক্ষ্যে যুগ্ম মহাসচিব লিটন এরশাদকে আহবায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সদস্য সচিব করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন খান নান্টু ও গনি মিয়া বাবুল, অর্থ সম্পাদক নাসিম রুমি, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহসান টিটু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, প্রচার সম্পাদক একেএম ওবায়দুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, সহ-দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক রাব্বী, কার্যনির্বাহী সদস্য খন্দকার গোলাম হাসনাইন কোয়েল, সৈয়দ একরামুল হক, নজরুল ইসলাম ফয়সাল, সেকেন্দার আলম রিন্টু ও কেন্দ্রীয় সাধারণ সদস্য এবিএম ফরিদ উদ্দিন।
চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল পদাধিকার বলে এই কমিটির সদস্য। পরে সভায় লিটন এরশাদ কমিটির তালিকা উত্থাপন করেন। সবার সম্মতিক্রমে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রজত জয়ন্তী উদযাপন কমিটি অনুমোদন করেন। অনুমোদন পাওয়ার পর কমিটি তাৎক্ষণিক সভায় মিলিত হয়ে স্মরণিকা প্রকাশসহ ফেস্টিভ মুডে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী ১ সপ্তাহের মধ্যে কর্ম পরিকল্পনা নির্ধারনের সিদ্ধান্ত নেয়া হয়।