বিশেষ প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজারঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কুলাউড়া উপজেলা শাখার (একাংশ) আয়োজনে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ অক্টোবর মঙ্গলবার বিকেলে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের নেতৃত্বে প্রায় পাচ সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল র্যালী কুলাউড়া পৌর শহর প্রদক্ষিণ করে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
বর্ধিত সভায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খাঁন বাবুর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম বিপিএম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখ্স, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান বাচ্চু, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী সোহেল, সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি হুমায়ুন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক খালেদ আহমদ, পৌর শ্রমিকলীগের আহবায়ক রাজু আলী রাজুম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক রবি মল্লিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজ উদ্দিন কমরু, আবুল মনসুর রাজন, মহি উদ্দিন রিপন, উপজেলা প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্ধিত কর্মী সভায় দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা, বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জন জনসম্মুখে উপস্থাপন ছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।