মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে গণস্বাক্ষর হস্তান্তর ও স্মারকলিপি প্রদান

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ঘােষনা ও বাস্তবায়নের দাবিতে ১ লক্ষ মানুষের গণসাক্ষর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সংগৃহীত গণস্বাক্ষর হস্তান্তর সংক্রান্ত স্মারকলিপি গত ২৮ অক্টোবর রোববার বিকেল ৫ ঘটিকায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নযন পরিষদের পক্ষে সভাপতি খালেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হােয়াটসআপ ক্যাম্পেইন গ্রুপ ”এর পক্ষে ক্রিয়েটার ও এডমিন মোহাম্মদ মকিস মনসুর আহমদ এবং মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটঅ্যাপ গ্রুপের উপদেষ্টা ড. ওয়ালী তছর উদ্দিন (এমবিই) সাক্ষর প্রদান করেছেন। লিখিত স্বারক লিপিতে বলা হয় সবিনয় নিবেদন এই যে , বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযােদ্ধের স্বপ্নদ্রষ্টা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সােনার বাংলা বাস্তবায়নে আপনার গতিশীল নেতৃত্ব ও ভূমিকা সর্ব মহলে প্রশংসিত ও গৌরবের অধ্যায় সূচনা করেছে। এরই ধারাবাহিকতায় ইতি মধ্যে বাংলাদেশ সরকারের ভিশন ২০ – ২১ রূপকল্প স্বাস্থ্য , শিক্ষা , আই সিটি সহ ১০টি ভিশন সহ ডিজিটাল বাংলাদেশ নির্মানে মূল ভূমিকা পালন করছে । তাছাড়া বাংলাদেশের যুগান্তকারী বাজেটে পদ্মাসেতু , অর্থনৈতিক জোন সহ মেঘা প্রকল্প বাস্তবায়নে আজ সুদুর প্রসারী ভূমিকা রাখছে । আপনি অবগত আছেন যে , চা শ্রামিক , হাওর অঞ্চল ও প্রবাসী অধ্যুশিত ২৫ লক্ষাধিক জনগােষ্টি সমৃদ্ধ জনপদের মানুষ দীর্ঘদিন যাবত জেলাবাসীর উন্নত চিকিৎসা সেবা ও ছাত্র – ছাত্রীদের মেডিকেল লেখাপড়া করার সুবিধার্থে একটি মেডিকেল কলেজের বার প্রতি সমর্থন দিয়ে আসছে । ইতি মধ্যে আপনি সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে মেডিকেল কলেজ প্রতি তার পদক্ষেপ গ্রহণ করেছেন । তাছাড়া আরাে ৫টি মেডিকেল কলেজ স্থাপনের ঘােষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী । আপনি ২০১৩ ইং মৌলভীবাজার শুভাগমণ কালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযােদ্ধা সৈয়দ মহসীন আলী এম , পি মৌলভীবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী উপস্থাপন করেছিলেন । এর পর গত ৫ আগস্ট ২০১৭ সালে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই দাবিতে জেলার ৭১টি সামাজিক সংগঠন ও হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচী পালন করে । বিশ্বের বিভিন্ন জায়গায় মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হােয়াটসআপ । ক্যাম্পেইন গ্রুপ ” সােচ্ছার হয়ে বিভিন্ন দেশে সভা , সমাবেশ , গােলটেবিল বৈঠকের মাধ্যমে যথাযত কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করে । আপনার ইউকে সফরের সময়ও এ ব্যাপারে স্বারক লিপি প্রদান করা হয় । বাংলাদেশে , মৌলভীবাজারের ৭১টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মাননীয় জেলা প্রশাসক তোফায়েল ইসলাম , মাননীয় সাংসদ , সৈয়দা সায়রা মহসীন , জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব আ , স , ম ফিরােজ । ও সর্বশেষ বিগত ৪ অক্টোবর ২০১৮ ইং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মােঃ নাসিম এর কাছে কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। পরিশেষে বিগত ১০ই সেপ্টেম্বর ২০১৮ইং থেকে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হােয়াটসআপ ক্যাম্পেইন গ্রুপ ” এর যৌথ উদ্যোগে মৌলভীবাজারে গণস্বাক্ষর শুরু হয় । এ গণস্বাক্ষরে সম্মানীত গণ – প্রতিনিধি , শিক্ষার্থী , পেশাজীবি , সাংবাদিক সহ সর্বস্থরের লক্ষাধিক মানুষের স্বাক্ষর নিয়ে আপনার সম্মুখে এই স্মারকলিপির মাধ্যমে উপস্থিত হলাম । আমরা আশা করছি ২৫ লক্ষ মানুষের প্রাণের এ দাবী আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে আমাদের স্বপ্ন পূরণ করে অচিরেই মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজের ঘােষনা দিয়ে আমাদের চির – বাধিত করবেন বলে অভিমত ব্যাক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটি মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটঅ্যাপ গ্রুপের উপদেষ্টা ড. ওয়ালী তছর উদ্দিন (এমবিই), সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি, খালেদ চৌধুরী, সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিম, সিনিয়র সহ-সভাপতি বকসী ইকবাল আহমদ, সহ-সভাপতি রুহেল আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান, এম মুহিবুর রহমান মুহিব, এ কে এম আকলু, নিখিল তালুকদার, সেলিনা আলাউদ্দিন ও , যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ আলী, শামিম আহমদ, ইহাম মোজাহিদ, শোয়েব আহমদ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলী আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক শামছু মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক ফয়ছল মনসুর, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সমাজকল্যান সম্পাদক এম এ সামাদ, সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাহজাহান মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ, ক্রীড়া সম্পাদক গাজী আবেদ, দপ্তর সম্পাদক তাকবীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আহমেদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক দুরুদ আহমদ, সহ- সাংস্কৃতিক সম্পাদক জহির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমান শিমুল পরিবেশ সম্পাদক তাজুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জুহুরা বিউটি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ শাফেকতা প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন