ইতালীতে এবারের আয়োজন “গানে গানে আনন্দ আড্ডা” জালালাবাদ বার্তা ডট কম । প্রকাশিতকাল: 31 October 2018, 2:32 pm বিজ্ঞপ্তি আগামী শনিবার ৩রা নভেম্বর সন্ধ্যা টা থেকে ইতালীর কলিআলবানী চিকেনহাটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ এর আয়োজন করা হয়েছে। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠ শিল্পী এন এইচ রাসেল, রোমের রক স্টার বাবু বাঙ্গাল ও মিজান। আপনারা সবাই স্বপরিবারে আমন্ত্রিত। আমন্ত্রনে মোঃ ওমর ফারুক, সভাপতি মোঃ নজরুল ইসলাম পলাশ, সাধারন সম্পাদক আয়োজনেঃ রোম বিডি স্পোটিং ক্লাব ইটালী অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকার ব্যবসায়ী সমিতি-ইতালী, তত্ত্বাবধানে অলিউদ্দিন শামীম (প্রধান উপদেষ্ঠা), ব্যবস্থাপনায় মোঃ ইউনুছ মোল্লা (উপদেষ্ঠা), মোঃ রুহুল আমিন (সহ-সভাপতি), মোঃ সফিকুর রহমান, ইমন বেপারী এবং মোঃ সুমন। প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনারঃ ATN BANGLA, NTV, BANGLA TV, SNTV, PTV, JALALABADBARTA.COM, PROBASH CONTO প্রচারেঃ রিদন ও হাসান শেয়ার করুন Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email