শ্রীমঙ্গলে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

  • চিকিৎসকের অবহেলার অভিযোগে রাহুল দেব রায় প্রিন্স নামে এক মেধাবী কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা। তবে হাসপাতালের চিকিৎসকরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিহত এই ছাত্রকে হাসপাতালে নিয়ে আসার ১৫/২০ মিনিট আগেই তিনি মারা যান। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মহসীন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘোষণার কিছু সময় পর নিহত ছাত্রের চাচা গৌতম দেব রায় এসে নিহত রাহুল জীবিত আছে বললে স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগ ও ল্যাবরেটরির জানালা ভাঙচুর করে। নিহত রাহুল দেবনাথ প্রিন্স ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া মধ্যপাড়া গ্রামের গৌরাঙ্গ দেব রায়ের ছেলে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এ বছর এ প্লাস পেয়ে এইচএসসি পাস করে সিলেট এমসি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। প্রিন্সের চাচা গৌতম দেব রায় জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী এলাকার একটি পুকুরে তার আরো ৩ জন সহপাঠীকে নিয়ে সাঁতার কাটতে গিয়ে প্রিন্স পানিতে তলিয়ে যায়।
  • পরে তা জানাজানি হলে প্রিন্সকে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। সেখান থেকে উপজেলা  ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহসীন ও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন