শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষনা করা হয়েছে।
১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অপর পাশে শ্রীমঙ্গল উপজেলা হলরোমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, বাংলাদেশ পল্লিবিদ্যুৎ সমিতির নির্বাহী পরিচালক অরুন কুমার চৌধুরী, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র এ এসপি আশরাফুজ্জামান, মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক শিবু লাল বসু ও এজিএম এমএস শ্যামল চন্দ্র ঘোষ।
পাহাড়, চা বাগান, হাওর বেষ্টিত এই উপজেলায় এক হাজার ৩শত ৬৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন টেনে প্রায় ৭০ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।