স্টাফ রিপোর্টার॥ রাজনগর সরকারি কলেজ মিলনায়তনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১ টা পযর্ন্ত কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন এর সভাপত্তিত্বে শিক্ষক রজত কান্তি গোস্বামী এর সঞ্চালনায় উক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এই গণশুনানীর আয়োজন করে। রাজনগর ডিগ্রি কলেজের শিক্ষক মন্ডলি, ছাত্র/ ছাত্রীদের অংশ্রগ্রহণে গণশুনানীটি অনুষ্ঠিত হয়। সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান। পাশাপাশি সহকারি পরিচালক সকল ছাত্র, ছাত্রীকে ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান।