স্টাফ রিপোর্টার॥ আগামী ৮ নভেম্বর হতে যাওয়া মৌলভীবাজারের আঞ্চলিক ইজতেমা কে স্থগিত ঘোষনা করেছে জেলা প্রশাসন। ক্বওমী আলেমদের ইজতেমা বিরুধী সংবাদ সম্মেলন ও বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে সদর উপজেলার জগন্নাতপুর গ্রামে ৩ দিন ব্যাপী এ ইজতেমা স্থগিত করা হলো। এর আগে ইজতেমার অনুমতি দেয় জেলা প্রমাসন। গত বছর থেকে ওই এলাকায় ইজতেমার কার্যক্রম শুরু হয়ে আসছিল। এবার ওই ইজতেমা পালন করতে মাওঃ সাদ পন্থি সাথীরা ইজতেমার যাবতীয় উপকরণ পূর্ণাঙ্গভাবে তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিভিন্ন ব্যানারে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের উপর দিয়ে সারিবদ্ধ গেইটসহ নানা ব্যানার চোখে পড়ছিল এবার। এর আগে গত ২৮ অক্টোবর মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সাদ বিরুধী অসংখ্য ক্বওমী মাদ্রসার আলেমরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা সাদ এর ভ্রান্ত মতবাদ প্রচারের লক্ষে অনুষ্ঠিত এ ইজতেমা বন্ধের দাবী জানান জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন তারা। এব্যাপারে জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন বুধবার বিকেলে বলেন, ক্বওমী আলেমদের উভয় পক্ষকে একত্রিত করে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ৮ নভেম্বর হতে যাওয়া ইজতেমাকে স্থগিত ঘোষনা করেছেন। তিনি আরো বলেন, ইজতেমা বন্ধের দাবী জানিয়ে পূর্ব নির্ধারিত আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল বুধবার বাদ জোহর। ইজতেমা স্থগিত না হলে কর্মসূচি অব্যাহত থাকতো। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন, ৮ নভেম্বরের ইজতেমা আপাতত স্থগিত ঘোষনা করা হয়েছে। সামনে নির্বাচন তাই সময় ও প্রেক্ষাপট বুঝে পরবর্তীতে ইজতেমার বিষয়টি বিবেচনা করা হবে।