শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
বৃহস্পতিবার ১ নভেম্বর সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল সসার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রমুখ।
আলোচনাসভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়াও এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।