শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রায় ৬৬০ জন শিক্ষার্থীদের মধ্যে স্লিপিং কিট ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
৩১ অক্টোবর বুধবার সকাল থেকে বিকেল পযন্ত শহরের বিটিআরআই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অব ঢাকা ও কানাডিয়ান রোটারি ক্লাব এর যৌথ উদ্যোগে কানাডার স্লিপিং চিলড্রেন এরাউন্ড দি ওয়ার্ল্ড এর অর্থায়নে শ্রীমঙ্গলের বিভিন্ন ষ্কুলের প্রায় ৬৬০ জন শিক্ষার্থীদের মাঝে এ স্লিপিং কিট এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে রোটারিয়ান ক্লাব কানাডা শাখার ২ জন স্বেচ্ছাসেবক, ঢাকা কারওয়ানবাজার রোটারি ক্লাবের ২৫ জনসহ ঢাকার বিভিন্ন ক্লাবের রোটারিয়ান ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।