রাজনগর প্রতিনিধি॥ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রসাশন এর যৌথ উদ্যোগে রাজনগরে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখ থেকে একটি র্যালি শুর হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার কার্যক্রম অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আছকির খান, উপজেলা নির্বাহী অফিসার ফেরাদৌসী আক্তার রাজনগর থানা অফিসার ইনর্চাজ শ্যামল বনিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, রাজনগর সরকারী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো: ইকবাল, জলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজীর আহমেদ,উপজেলা সহিলা বিষয়ক অফিসার হোসনে আরা তালুকদার প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কাদির ফৌজী , ব্র্যাক ওয়াস কর্মসুচির সংগঠক ও জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল সাম্মু প্রমুখ।
হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস পালন
শেয়ার করুন