৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল ও টিফিন বক্স বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রীমঙ্গল কালীঘাট ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার ১ নভেম্বর দুপুর ১টায় ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিল¬ুল আনাম চেমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।

এছাড়াও এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন