শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের মুসলিমবাগের অবস্থিত ব্যতিক্রমি শিক্ষা প্রতিষ্ঠান ব্লু বার্ড কিন্ডার গার্টেন এর আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ব্লু বার্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের শুভানুধায়ী আছমা আক্তার।
শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত বিশ্বাস, দারুল আজহা ইন্সিটিউট এর প্রেন্সিপাল সোহাইল আহমদ ও এলাকার বিশিষ্ট ডা. নুরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লু বার্ড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। আলোচনা সভা শেষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন শিক্ষক সোয়েব আহমদ।