কুলাউড়ায় প্রায় ১শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

ছয়ফুল আলম সাইফুল, বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার ‘কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর (জেড-২৮২২) সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার সেতু (রাজাপুর সেতু) ও সাড়ে ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের আওতাধীন ‘রাজাপুর সেতু’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, এমপি ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।

১ নভেম্বর বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা এলাকায় একনেকে অনুমোদিত ৯৯ কোটি ১৭ লাখ ব্যয় নির্ধারিত এই প্রকল্প উদ্বোধন করা হয়। যার পুরোটাই সরকার ব্যয় করবে।

এর আগে চলতি বছরের ৭ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এই প্রকল্পসহ মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ছয় হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা।

রাজাপুর সেতু প্রকল্প উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবাব আলী বাকর খান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ।

এদিকে প্রকল্প উদ্বোধনের পর থেকে পৃথিমপাশা, হাজিপুর, শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিনের এই দাবী পূরণ হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।

 

শেয়ার করুন