“একজন প্রকৃত শিক্ষক কখনোও শতভাগ বাণিজ্যিক মনোভাব পোষণ করতে পারেন না” -এম এ বায়েস

বিশেষ প্রতিনিধি, সিলেটঃ

প্যারাডাইস একাডেমি, লামাবাজার, সিলেট এর সদ্যকোর্স সমাপ্ত ছাত্র-ছাত্রীরা কোর্স সমাপনী উপলক্ষে একটি বিদায় অনুষ্টানের আয়োজন করে। ২ নভেম্বর শুক্রবার সেলেট লামাবাজারস্থ প্যারাডাইস একাডেমিতে পিয়া দাস এর সঞ্চালনায় এই অনুষ্টানে ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে। বানিজ্যিক চিন্তার বাইরে অবস্থান করে একজন শিক্ষক কিভাবে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারেন, এম এ বায়েছ তার প্রকৃষ্ট  উদাহরণ বলে ছাত্র-ছাত্রীরা মন্তব্য করেন। তারা তাদের প্রিয় শিক্ষক কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

ডিগ্রি/অনার্স (আবশ্যিক) ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক এম এ বায়েছ বলেন, শিক্ষকতা পেশাকে তিনি মনে প্রাণে ভালবাসেন। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত শ্রদ্ধা আর ভালবাসা’ই তাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছে। শিক্ষা প্রদান করতে গিয়ে একজন প্রকৃত শিক্ষক কখনোও শতভাগ বাণিজ্যিক মনোভাব পোষণ করতে পারেন না।

শেয়ার করুন