শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতীয় সামাজতান্তিক দল জাসদ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ অক্টোবর বিকালে জাসদ কলেজ রোডস্থ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌমুহনায় এসে শেষ হয়।
পরে চৌমুহনায় জাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবীর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: আনহার খাঁন, সহসভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাসুম চৌধুরী, সদস্য সঞ্জব আলী ও মো: আছকির মিয়া প্রমুখ।