আশরাফ আলী॥ মৌলভীবাজারে ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর শনিবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী।
ইয়ুথ সভাপতি ওয়াসিম আহমদ নিশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, সহ-সভাপতি ফয়সল মনসুর, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন দাস, সদর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ পাপ্পু। ইয়ুথ সহ-সভাপতি সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ হাবীবুর রহমান হাবীব, ইয়ুথ এক্সিকিউটিভ মেম্বার জাবেদুর রহমান সৌরভ, আব্দুল আজিজ, এস এম বশির আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, ফাহিমা আক্তার, রফিকুল ইসলাম, ওমর ফারুক নাইম, কনক পাল, সাগর কর, ফাহিম আহমদ, জুয়েল আহমদ, শাহরিয়ার আলম চৌধুরী, ফারহান এ বক্কর, মাহদী হাসান, সুহিন, শাহ রায়হান, শাহ রজব সহ প্রমূখ।
সকাল ১১টা থেকে শুরু হয়ে ব্লাড গ্রুপিং চলে দুপুর ২টা পর্যন্ত। এসময় ৩০০জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
মৌলভীবাজারে ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশনের ফ্রী ব্লাড গ্রুপিং
শেয়ার করুন