মৌলভীবাজার সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির কমিটি গঠন সম্পন্ন সভাপতি সাদী, সাধারণ সম্পাদক আশরাফ

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ

‘পরিকল্পিত বাকশিল্পে আলোকিত হোক সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে আহমদ সাদীকে সভাপতি ও আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০৩ নভেম্বর) মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী আগামী ২০১৮-১৯ সেশনের জন্য করে ১৪ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, কোষাধ্যক্ষ মুস্তাকিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সুমন, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক নাঈম, সমন্বয়ক বিতর্ক ও কুইজ মোঃ আল আমিন, সমন্বয়ক প্রশিক্ষক আছমা জান্নাত মনি, কার্যনির্বাহি সদস্য নুসরাত জাহান তাম্মি, মোছাঃ ফাহিমা আক্তার, সমরিতা পাল ঐশী, জিলুর রহমান জিলানী ও জহিরুল ইসলাম।

পরে নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে, কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ডিবেটিং সোসাইটির সভাপতি আহমদ সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক দিপালোক রায়, সংগঠনের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ ও আছমা জান্নাত মনি।

শেয়ার করুন