মৌলভীবাজারের শেরপুরে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ

স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব। তিনি মৌলভীবাজার ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
৩ নভেম্বর শনিবার দুুপরে মৌলভীবাজারের শেরপুর বাজারে মিছিল ও লিফলেট ভিতরণের মাধ্যমে গণসংযোগ করেন ভিপি সোয়েব। এসময় একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা কৃষকলীগ আহবায়ক মির্জা বেলাল বেগ, সাবেক ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন, কৃষকলীগ সদস্য মামুনুর রশিদ মামুন, আকিকুল হোসেন সায়েকসহ আওয়ামীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নে বিকশিত ও আলোকিত হচ্ছে দেশ। উন্নয়নের জোয়ার বইছে চারিদিকে। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা রাখতে হলে আবারো আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের পক্ষেই কেবলমাত্র সম্ভব হয়েছে দেশের এই অগ্রগতির ধারা অব্যাহত সম্ভব।

শেয়ার করুন