মোহাম্মদ মহিউদ্দিন, মালয়েশিয়া প্রতিনিধিঃ
মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের চেরাস এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়। নিহত বাংলাদেশী চেরাস এলাকার দেসা তুন রাজ্জাক নামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রং করার কাজ করছিলেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গত বুধবার (৩১ অক্টোবর) চেরাস জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ মোখেসিন মোহাম্মদ জন এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি রং করার সময় হঠাৎ পা পিছলে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ১৩ তলার উপর থেকে পড়ে যায় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ৩৭ বছর বয়সী ঐ ব্যক্তি নীচে পড়ায় তার হাত ভেঙ্গে যায় এবং পিঠে ও মাথায় গুরুতর আঘাত পায়। সাথে সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য তার লাশ স্থানীয় একটি হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় মৃত ব্যক্তি বৈধ না অবৈধ শ্রমিক সেটা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি এবং মৃতের নাম ও বাংলাদেশের ঠিকানাও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে, এ ব্যাপারে পুলিশী তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পর এটিকে আকস্মিক দূর্ঘটনার শ্রেণীভূক্ত করার কথাও জানান মোহাম্মদ জন।