টরন্টোতে শ্রী রঙ্গলাল দেব চৌধুরী এবং শ্রী দিলীপ কুমার দেব এর স্মরণে শোক সভা

জালালাবাদবার্তা.কমঃ

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৌলভীবাজারের কৃতিসন্তান সদ্য প্রয়াত শ্রী রঙ্গলাল দেব চৌধুরী এবং শ্রী দিলীপ কুমার দেব এর স্মরণে ৪ নভেম্বর (রবিবার) রাত ৭টার সময় টরন্টোর রেড-হট সিজলিং তান্দুরী রেস্টুরেন্টের সভাকক্ষে এক স্মরণ সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডা।

এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ টরন্টোতে বসবাসকারী মৌলভীবাজারের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। সভার শুরুতেই প্রয়াত ব্যক্তিবর্গের বিদ্বেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শোক সভায় প্রয়াত ব্যক্তিদ্বয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শ্রী রজত পাল এবং উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী। বক্তারা তাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভাপতি তার বক্তব্যের মাধ্যমে শোক সভার সমাপনী ঘোষনা করেন।

পরবর্তীতে, এসোসিয়েশনের ভবিষ্যৎ কার্য পরিকল্পনা নির্ধানের জন্য কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসেম্বর ২০১৮ এর প্রথম সপ্তাহে এসোসিয়েশনের কার্যকরী পরিষদের পরবর্তী সভা আহবান করা এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া আগামী গ্রীষ্মকালে এসোসিয়েশনের আয়োজনে বাৎসরিক বনভোজন/মেলা আয়োজনের জন্য প্রাথমিকভাবে আলোচনা করা হয়, যা আগামী সভায় চুড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল বাছিত, কার্যকরী পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আশীষ পাল, সহ-সাধারন সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহমুদ সুমন, সাংগঠনিক সম্পাদক রুহুল চৌধুরী, অর্থ সম্পাদক মুহিবুর রহমান খাঁন,কার্যকরী সদস্য ঝুটন তরফদার সহ আরও অনেকে। রাত আনুমানিক ৯:৩০ মিনিটের সময় সভার পরিসমাপ্তি ঘটে নৈশভূজের মাধ্যমে।

শেয়ার করুন