দোয়া ও আলোচনা সভার মাধ্যমে টরন্টোতে জেল হত্যা দিবস উদযাপন করল কানাডা আওয়ামীলীগ

মোহাম্মদ হেলাল উদ্দিন, টরন্টোঃ

কানাডা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম  মুহিবুর রহমান এর সভাপত্বিতে টরন্টোয় জাতীয় জেলহত্যা দিবস পালন করা হয়। ৪ নভেম্বর (রবিবার) রাত ৭টার সময় টরন্টোর কানাডা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি জনাব জসিম চৌধুরীর মাধ্যমে সঞ্চালনা শুরু হলেও পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তার সাবলীল পরিচালনায় শুরুতেই মহান ৪ নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সহ-সভাপতি জামাল উদ্দিন নানু’র পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে জাতীয় এই ৪ নেতা সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের উপর বিশদ আলোকপাত করে বলেন বলেন বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কলূষিত দিন হয়ে থাকবে, যা কোনও দিনও ভুলে যাবার নয়।

আলোচনা সভায় সহ-সভাপতি তোফাজ্জল আলী, আওয়ামীলীগ নেতা বেলাল শামসুল, মুর্শেদ আহমেদ মুক্তা, ইমরুল ইসলাম, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, আব্দুল মান্নান, নিতাই দাশ, লুটন, কানাডা মহিলা আওয়ামীলীগ এর প্রেসিডেন্ট হাসিনা জানু, সুহেল শাহরিয়ার, হাসানসহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতি মুহিবুর রহমান উপস্থিত নেতা কর্মী সবাইকেই সুন্দর ও সার্থক একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কানাডা আওয়ামীলীগ এর সফল প্রেসিডেন্ট জনাব গোলাম মাহমুদ মিয়ার নেতৃত্বে সবাই সংগঠিত, শক্তিশালী ও সুশৃঙ্খল ভূমিকা পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন