বিশেষ প্রতিনিধিঃ
৪ নভেম্বর ২০১৮ (রবিবার) সন্ধ্যায় জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে। এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সিনিয়র সহ-সভাপতি জনাব জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা’র নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
অত্যন্ত আনন্দঘন এ দায়িত্ব হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যন জনাব হাফিজ আহমেদ মজুমদার, জনাব ইনাম আহমেদ চৌধুরী, সি এম শফি সামি, জালালাবাদ ভবন ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ চৌধুরী সহ জালালাবাদ অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন কমিটি সবার সহযোগীতায় সমৃদ্ধ জালালাবাদ গঠনে কার্যকর ভুমিকা রাখবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন। সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা’র পরিচালনায় অন্যান্য সুধীজনের মধ্য থেকে বক্তব্য রাখেন বিচারপতি আবু তারিক, সাবেক সচিব জনাব সোহেল আহমদ চৌধুরী, সহ-সভাপতি জনাব আব্দুল কাইয়ূম চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক-১ বেগম ফাহিমা খানম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ জনাব আনোয়ার চৌধুরী, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক জনাব আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক এডিসি মোহাম্মদ নূরুল আমীন প্রমূখ।
সভায় নির্বাচন কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল মোনায়েম নেহেরু নবনির্বাচিত সদস্যগণকে পরিচয় করিয়ে দেন। সভাশেষে সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয়।