মৌলভীবাজারে বিশেষ পুলিশ মহড়া অনুষ্ঠিত

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ

আসছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতির যেন অবনতি না হয় এজন্য তফসিল ঘোষণার পরবর্তী যেকোনো ধরণের বিশৃঙ্খলা না হয় ও জনগনের নিরাপত্তা জোরদারে মৌলভীবাজার শহরে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়াও ৬টি উপজেলায় নেয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা।

৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ৬ টায় শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া প্রদর্শিত হয়।

আজ তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যেন কোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাতে না পারে তাই সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাধারণ মানুষের মনে স্বস্তি দিতেই এই বিশেষ টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন