জালালাবাদবার্তা.কমঃ
৯ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক বিপ্লব সরকারের অফিসে গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক ও সিটি ব্যাংক কুলাউড়া শাখার অফিসার রাজীব নাইডুর সভাপতিত্বে গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক নাদীম মাহমুদ রাজুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এস এস ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক ও এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, কুলাউড়া একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, রবিরবাজার আরবি ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম এ আহাদ, ফেন্ডস স্যাটেলাইটের স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সভাপতি দীপক ধর, চৌধুরীবাজার ক্যাবল নেটওয়ার্কের স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম স্বপন, হিংগাজিয়া আর এম স্যাটেলাইটের স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ রমিজ মিয়া, এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ সাধন শর্ম্মা, ঘাটেরবাজার আনন্দ স্যাটেলাইট এর স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু তাহের তোয়াহিদ এবং এসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের পরিচালক মোঃ রুবেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জুয়েল আহমদ, আব্দুর রহমান, ফঠিকউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনার্ধন শর্ম্মা প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এসোসিয়েশনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং চলতি বছর ৭ ডিসেম্বর রোজ শুক্রবার মাসিক মতবিনিময় সভা ব্রাম্মনবাজার ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ মোস্তফা আহমেদ এর অফিসে করার সিদ্ধান্ত হয়। গাজীপুর ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারীগনের উদ্যোগে দেওয়া ডিনার পার্টিতে অংশগ্রহন করে সভার কাজ শেষ হয়।