লন্ড‌নে বাস দুর্ঘটনায় ৪ সিলেটিসহ আহত ২০

  • লন্ডন প্রতিনিধিঃ
  • যুক্তরাজ্যের লন্ড‌নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক‌টি বাংলা‌দেশী প‌রিবারসহ ২০ জন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। সোমবার লন্ডন সময় দুপু‌র সা‌ড়ে ১১টায় (বাংলা‌দেশ সময় সন্ধ্যায়) ক্র‌য়োডন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।দুর্ঘটনায় গুরুতর আহত, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক ছাত্র‌নেতা ও বড়‌লেখা ফাউ‌ন্ডেশ‌নের সাধারণ সম্পাদক ফয়সল রহমান (৪৬) জানান, টিএফএলর বাস‌টি ও‌য়েস্ট ক্র‌য়োডন বাসস্টেশনে ঢুকবার সময় চার‌টি পা‌র্কিং করা গা‌ড়ি‌কে আঘাত ক‌রে ভব‌নে ঢু‌কে প‌ড়ে।

    এসময় বা‌সে থাকা আমি, আমার স্ত্রী রিপা রহমান ও দুই শিশুসন্তান সহ অন্তত ২০ জন আহত হন।
    আহত‌দের ম‌ধ্যে একজন জীবন মৃত্যুর স‌ন্ধিক্ষণে র‌য়ে‌ছেন।
    আহত‌দের টু‌টিং সেন্ট জর্জ হাসপাতা‌লে রাখা হ‌য়ে‌ছে।

    ফয়সল রহমান ‌আরো জানান, বাস ড্রাইভ‌ার মাতাল থাকায় এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে সবার ধারণা।

    এ ঘটনায় লন্ডন ট্রান্সপোর্ট অথ‌রি‌টির একজন মুখপাত্র জানান, পু‌রো ঘটনার ব্যাপা‌রে তদন্ত শুরু হ‌য়ে‌ছে।

শেয়ার করুন