রিজভী আরও অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া, গ্রেফতার ও হয়রানি বন্ধের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তল্লাশির নামে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে।’
বিভিন্ন জেলায় নেতাকর্মীদের গ্রেফতারের তথ্য তুলে ধরে রিজভী বলেন, ‘১১ নভেম্বর থেকে এ পর্যন্ত ৫০ জনের বেশি বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’ নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।
ইভিএমের বিষয়ে রিজভী বলেন, ‘বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও জনমতকে উপেক্ষা করে সীমিত আকারে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু দুদিন আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন ৮০ থেকে ১০০টি আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছেন। যা আরও গভীর চক্রান্ত বলেই সবাই বিশ্বাস করছেন।’