বিএনপি থেকে দলিয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দারাদ আহমদ, কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু, জালালাবাদ এসোসিয়েশন কাতার শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও কাতার বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লোকমান আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বড়লেখা পৌরসভার সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।
এদিকে জাতীয় পার্টি (এরশাদ) থেকে দুইজন দলিয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন কেন্দ্রিয় জাপা নেতা আহমেদ রিয়াজ ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেন।