নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হিসেবে বিবেচিত সিলেট-১ আসন। এবার সেই আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন ডাকসুর সাবেক ভিপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর। কিন্তু ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগির কারণে সুলতান মনসুর সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন না বলে জানা গেছে।
তিনি কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। পূর্বেও তিনি এ আসনের সংসদ সদস্য ছিলেন।
জানা গেছে- সম্প্রতী জাতীয় ঐক্যফন্টের এক সভায় শীর্ষ নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন এ বিষয়ে আলোচনা হয়। এসময় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত হয়।
এ প্রসঙ্গে সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ সাংবাদিকদের বলেন- ‘আমি মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ছিলাম। জোট মনোনয়ন দিলে আগামীতেও এই আসন থেকে নির্বাচন করব।’