হবিগঞ্জ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
বুধবার বিকেলে তিনি ঢাকা নয়াপল্টনের বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নিকট থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।