-
– নুরুল ইসলাম আজাদ, টরন্টো, কানাডা
“আল্লাহ পাকের কথা বা হুকুমের পরিবর্তন নেই কখনো হবেনা, উনি আওয়াল আখের সব জানেন, মানুষের কথা বা চিন্তার পরিবর্তন আছে বা হয় কারন মানুষ ভবিষ্যৎ জানেনা”। শাহজালাল (রহঃ)এর পুণ্যভূমি সিলেট- সকলের জালালাবাদ, সিলহট, সিলং, শ্রীহট্ট তারপর সিলেট-নামও সময়ের পরিবর্তন নয় কি। সময়-সময় মনে যে কত ভাবনা উদয় হয়, ভাবনায় যে কত সাত-পাঁচ, কত উল্টা-পাল্টা, উল্টা-সিধা কত হাক-ডাক কত সাদাসিধা কতকিছু আসে। বার বার পুরানো কথাই ভাবে- আসে নতুন করে। এই জগতে এই পৃথিবীতে কোন কিছুই সব সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ না। বিষয়গুলি হচ্ছে সময়ের উত্তাল বা উত্তেজনা মাত্র। সময়ের ঢেউয়ে বা তোড়ে ভেসে বা হারিয়ে যায় অনেক কিছু, পুরনো হারায় আবার নতুন আসে। একজনের মুকূট গিয়ে উঠে অন্য কারো মাথায় বা ঘরে। যে সভ্যতার কথা বলা বলি করি আমরা। সেই সভ্যতাও একবার হয়ে যায়- যাযাবর। সভ্যতাও চিরস্থায়ী হয়ে বসেনি বা থাকেনি কখনো। পৃথিবীতে এই পর্যন্ত হলো কত শত সভ্যতার উত্থান আর পতন। নীল নদ ঘেঁষে মিশরের পিড়ামিড আর ব্যাবিলন, মেসোপটিয়াম সভ্যতার অনন্ত সমাধি হয়েছে সেই কবে। গ্রীক সভ্যতা এখন ইতিহাস বইয়ের ইতিহাস । সিন্ধু অববাহিকার হরপ্পা – মহেনজোদারো, আরো জানা অজানা কত শত সভ্যতাও হয়েছে বিলীন। উন্মেষ হয়েছে নতুন সভ্যতা নতুন করে। সুখ-দুঃখও সারাজীবনের কিছু নয়। সুখ দুঃখের এপাড় ওপাড় না থাকলে জীবন হতো আরো বকাটে বা পানসে। দুঃখ কষ্ট আছে বলেই সুখ পাবার পথ খুঁজি আমরা বা খুঁজে মানুষ। দুঃখ নাকি মানুষকে ঊর্ধ্বমুখী করে, করে মহান। কবি ইকবাল তো বলেছেনই -“আমি যদি সুখের রস হতাম তবে গড়িয়ে পড়তাম নিচে, আমি দুঃখের হাহাকার তাইতো আমি উঠে যেতে পারি উপরে, পৌঁছে যাবার পথ পাই তাঁর কাছে।কবি কাজী নজরুল বলেছেন – হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। মানুষের নানামুখী দারিদ্র্যতা আছে বলেই মানুষ সচল হয় তা থেকে মুক্ত হবার। কবি রবি ঠাকুর তাই গাইলেন – “বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয় ।”
আমাদেরও দৃঢ়তা হবে বা থাকবে। আমাদের বুঝতে হবে ক্ষণিকের আসাযাওয়া-কিছু সুখ-শান্তি, কিছু দুঃখ- কষ্ট, তবে বিপদে আপদে যেন না করি ভয়। আবার কবি রবি ঠাকুরের ভাষায় বলি -ভয় কিরে তোর ? ভয়কে করতে হবে জয়। এই কবিদের বাণী আমাদের কে করবে সাহসী – করুক। জালালাবাদ শুধুই কাগজ কলমের নয়-থাকবে থাকতে হবে আমাদের সকলের মনে প্রানে, অন্তরে হ্রদয়ে, চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায়, কারন আমরা সবাই সিলেটী, জালালবাদি। আমরা থাকি যেথায় সেথায়- সবাই যেন হই এক জালালবাদি। আমাদের মনের মধ্যে আরো-আরও একাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্বভাব, ভ্রাতৃসংঘ গড়ে উঠুক এই কামনা এই বাসনাই সকলের হউক। আমাদের পরিবারে সুখ আরো আসুক, ফুল ফুটুক, মুখে সব সময় হাসি থাকুক, জীবন আরও সুন্দর হউক, নদীর মতো স্রোতময় হোক আমাদের সকলের জীবন।