মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহীন যোগ দিলেন বিকল্পধারায়

মৌলভীবাজার প্রতিনিধি :: সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন বিএনপি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে যোগ দিলেন বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায়। ১৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি যোগদান করেছেন।

এরই মধ্যে শুরু হয়েছে গুঞ্জন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হয়ে তিনি মৌলভীবাজার-২ আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সম্ভাবনা রয়েছে। এদিকে মহাজোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সম্ভাব্য খবরে তাঁর অনুসারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অনেকেই এব্যাপারে সরাসরি মুখ খুলতে নারাজ হলেও তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

গত ১৪ নভেম্বর বুধবার কুলাউড়াস্থ উনার নিজ বাসভবন প্রাঙ্গণে তাঁর অনুসারী বিএনপি’র একাংশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় এমএম শাহীন বলেন, বিএনপি আমার সাথে আলাপ না করে আওয়ামী রাজনীতির জড়িত ড. কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ব্যক্তিকে মনোনয়ন দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, চলতি বছরের মে মাসে দলীয় হাইকমান্ড থেকে নিজ নির্বাচনী এলাকায় কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়। অথচ আমাকে ও আমার নেতাকর্মীদের সাথে কোন কথা না বলেই ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ওই নেতা (সুলতান মনসুর)-কে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার চিন্তা করছে। বিষয়টি আমি জানতে চাইলে বিএনপির মহাসচিব সদুত্তোর দেননি। উনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে মুজিব কোট পরে শহীদ জিয়ার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেটা মেনে নেয়া যায় না।

এমএম শাহীন অনুসারী বিএনপির একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান বলেন, আমাদের সাথে উনার যে মতবিনিময় হয়েছে সেখানে আমরা তাকে দলীয় মনোনয়ন কেনার জন্য বলেছি। উনি দলবদল করেছেন, সেটা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা নির্বাচনে বর্তমানে ঐক্যফ্রন্ট থেকে যে ধানের শীষ নিয়ে আসবেন তার পক্ষে কাজ করে যাব।

শেয়ার করুন